বলিভিয়ার একটি গ্রামের মানুষজন দাবি করেছেন,তাঁরা নর্দমায় একটি ভিনগ্রহীকে মৃত অবস্থায় দেখেছে। এলিয়েনরা তাহলে পৃথিবীতে চলে এল? গ্রামের মানুষজন দাবি করছেন, ওই প্রাণীটিকে মৃত অবস্থায় নর্দমায় দেখা গিয়েছিল।