রহস্যজনক ভাবে গায়েব মৃত এলিয়েন!

বলিভিয়ার একটি গ্রামের মানুষজন দাবি করেছেন,তাঁরা নর্দমায় একটি ভিনগ্রহীকে মৃত অবস্থায় দেখেছে। এলিয়েনরা তাহলে পৃথিবীতে চলে এল? গ্রামের মানুষজন দাবি করছেন, ওই প্রাণীটিকে মৃত অবস্থায় নর্দমায় দেখা গিয়েছিল।