কেন হুড়মুড়িয়ে পড়ছে সেনসেক্স, নিফটি?

ক্রমশ অধগামী ভারতের বাজার। ডলারের তুলনায় ক্রমশ দুর্বল হচ্ছে টাকা। বিজেপির দিল্লি জয়ের পর খুচরো বিনিয়োগকারীরা আশা করেছিল ঘুরে দাঁড়াবে বাজার। কিন্তু কোথায় কি! উল্টে আরও রক্তক্ষরণ দেখল দালাল স্ট্রিট।