শুল্কের নয়া ঘোষণায় বাজারে ফুরফুরে হাওয়া, ১,৩১০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

আজ ৪২৯ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। সেনসেক্স বেড়েছে ১,৩১০ পয়েন্ট। একই সঙ্গে আজ বেড়েছে দেশের প্রায় সমস্ত সূচকই।