ভাড়া বাড়িতে দেহ উদ্ধার

দুর্গাপুরের ফরিদপুর এলাকার নামো বাউরি পাড়ার একটি বাড়ি থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম ছোটন দুবে, বছর ২৫ এর ছোটন বিহারের সারানপুরের বাসিন্দা।