চাকরি খুইয়েও বাবার জন্য দোরে দোরে ছেলে

আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ বাবা। পরিচিত ও আত্মীয়দের বাড়িতে হন্যে হয়ে খোঁজ করেও মেলেনি বাবার খোঁজ।লাভ হয়নি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও।কোন ভাবেই বাবার খোঁজ না মেলায় দের বছর ধরে বাবার ছবি হাতে পথে পথে ঘুরছে ছেলে।