মঙ্গলে বড় ‘অমঙ্গল’ হতে চলেছে শেয়ার বাজারে? হলে একজনই দায়ী

এবারে ট্রাম্প কর বসালে সেই করের সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে দেশের বয়ন শিল্প, ফার্মাসিউটিক্যাল সংস্থা ও তথ্য প্রযুক্তি সেক্টরের উপর। আর এর ফলে এই সেক্টরের সংস্থাগুলোর শেয়ারের দাম আগামী ২ এপ্রিলের পর পড়তে পারে হুড়মুড়িয়ে।