ঘূর্ণিঝড়,ঝড়, বৃষ্টি, তাপপ্রবাহ, তুষারপাত, শিলাবৃষ্টি, ধূলিঝড়ের পূর্বাভাস দেয় আবহাওয়া দফতর। এই পূর্বাভাস দেবার সময়ে বিভিন্ন রঙের সতর্কতা বা অ্যালার্ট দেয় আবহাওয়া দফতর। লাল, কমলা আর হলুদ সতর্কতা।