পর্দার পিছনে কেমন উত্তম, খোলসা করলেন তরুণকুমারের মেয়ে

পর্দার রোম্যান্টিক মহানায়ক উত্তমকুমার চট্টোপাধ্যায় জেঠা হিসেবে কেমন ছিলেন? জানিয়েছেন তাঁর ভাইঝি তথা ভাই অভিনেতা তরুণকুমার চট্টোপাধ্যায়ের মেয়ে মনামী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "আমার জেঠা উত্তমকুমার খুবই রক্ষণশীল মানুষ ছিলেন। আমাদের কোনও ছাড় ছিল না।"