স্কুলের সামনেই...

স্কুলের সামনেই দেদার বিক্রি হচ্ছে তামাকজাত দ্রব্য৷ বয়সবিধি না মেনেই তা বিক্রি করছেন দোকানদাররা৷ দিন দুয়েক আগেই সোনারপুরের একটি গার্লস স্কুলে সিগারেট সহ ধরা পড়ে দুই ছাত্রী৷ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয়৷ তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন৷