গতকাল গভীর রাতে বনগাঁ স্টেট ব্যাঙ্ক সংলগ্ন কুড়ির মাঠ এলাকায় হঠাৎই বাড়ির নিচে থাকা কাগজ পেতির গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন বাড়ির সদস্যরা তারপরই যোগাযোগ করেন ওই এলাকার কাউন্সিলর অমিতাভ দাশের সঙ্গে, এরপরেই দমকল কে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে দমকল পৌঁছে, ওই গোডাউনের দরজার তালা ভেঙ প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে|