আপনি কি কোনওদিনও সোজা কলা দেখেছেন?

কলা এমন একটি ফল,যা প্রায় সব মরসুমেই বিক্রি হয়। কলা সোজা হয় না কেন? শুরুতে গাছে মোচা ধরে,তখন মোচার পাপড়ির নীচে সারি সারি ছোট কলা গজাতে থাকে। প্রতিটি পাতার নীচে এক গুচ্ছ করে কলা থাকে। প্রথমে কলা মাটির দিকে চলে যায়। কয়েকদিন পরে কলাগুলি বড় হওয়ার সময় ধীরে-ধীরে বেঁকতে থাকে। এক কারণকে বিজ্ঞানের ভাষায় নেগেটিভ জিওট্রপিজম বলা হয়।