মোদী ছাড়াও এবছর বিশ্বের তাবড় নেতাদের ভাগ্য পরীক্ষা

শুধু মোদী নন, বাইডেন, পুতিন, শেখ হাসিনাদের ভবিষ্যতও নির্ধারণ হবে এই বছরে। বিভিন্ন দেশে নির্বাচনের দামামা বাজবে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার মত দেশে রাষ্ট্রপ্রধান কারা হবেন, তার দিকে বিশ্ব অর্থনীতি ও কূটনীতি কোনদিকে যাকে, তা স্পষ্ট হবে ২০২৪ সালেই।