আজ থেকে মা তারাকে মুল গর্ভগৃহে পুজো করা যাবে না। মন্দিরের পাশে চন্দ্রচূড় বৈরভ মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করে পুজো করা হবে। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহের ভিতরে সংস্কারের কাজ করার কারনে মন্দির কমিটির এই সিদ্ধান্ত। সোমবার ভোরে চন্দ্রচূড় ভৈরব মন্দিরের মা তারাকে অধিষ্ঠিত করে মঙ্গল আরতি করা হবে। সেখানেই পূর্ন্যার্থীরা মা তারাকে পুজো দিতে পারবেন।