সরকার এবার খুঁজে দেবে হারানো ফোন

আজকাল ফোনই যেন জীবন। ব্যাঙ্ক, প্যান, আধার, পাসপোর্ট সব গুরুত্বপূর্ণ নথি ও বিষয় ফোনে সংযুক্ত। তাই ফোন হারালে যেন চারপাশ অন্ধকার। খোয়া যাওয়া ফোন খুঁজে পেতে পোর্টাল চালু করল কেন্দ্রীয় সরকার। 'সঞ্চার সাথী' পোর্টালে দেশবাসী চুরি হওয়া স্মার্টফোন ট্র্যাক করতে পারবেন।