আইপিএলে দাম ১৩২৫০০০০০! হ্যারি ব্রুকের ঝুলিতে মাত্র ২৯ রান!

দর আছে, ফর্ম নেই-এর তালিকায় আরও এক ক্রিকেটারের নাম জ্বলজ্বল করছে। আইপিএল শুরুর আগে সব ফর্ম্যাটে দারুণ ছন্দে ছিলেন। কিন্তু আইপিএলে পা দিয়েই নিভে গিয়েছে তাঁর আগুন। প্রায় সাড়ে ১৩ কোটি দাম তাঁর। কিন্তু রানের ঝোলায় শুধুই শূন্যতা। আইপিএলের নিলামে দেড় কোটি টাকা ছিল হ্যারি ব্রুকের বেস প্রাইস। কিন্তু ন’গুণ দামে তাঁকে তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাতেও সূর্যোদয় হয়নি।