সুদূরের তারা

নাসার হাবল ও জেমস ওয়েব টেলিস্কোপের সৌজন্যে রোজ মহাবিশ্বের নতুন নতুন ছবি আসছে। এর মধ্যেই এল দূরবর্তী নক্ষত্রের ছবি। ইয়েরেন্ডেল নাম দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই নক্ষত্র সূর্যের ৫০ গুণ বড়। সূর্যের থেকে এক মিলিয়ন গুণ উজ্জ্বল ও উত্তপ্ত এই নক্ষত্র।