ভাত দিতে দেরি করায়...

বসিরহাটের স্বরূপনগর থানার তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দামাটি গ্রামের ঘটনা। বছর ৬০ এর সাত্তার মোল্লা পেশায় কৃষক। চাষ করে জমি থেকে বাড়ি ফিরে স্ত্রী বছর ৫৫ এর তোহারা বিবির কাছে ভাত চায় সে। সেই ভাত দিতে দেরি হওয়ায় বচসা বাঁধে দু'জনের মধ‍্যে।