বিশ্ব সেরা ভারতের এই ৩ পানশালা!

সারা বিশ্বে সেরা ১০০টি পানশালার তালিকা প্রকাশ। সেখানে ভারতের ৩টি পানশালার নাম আছে। গোয়াতে আছে ১টি ও দিল্লিতে ২টি পানশালা জায়গা করেছে। দিল্লির সাইডকার ও হুটস বার। গোয়ার টেসেউরো বাই ফায়ারফ্লাই বার। সেরার তালিকায় সাইডকার ৪৭তম স্থানে।