বর্তমানে অধিকাংশ সময়েই বাপের বাড়িতে গিয়ে থাকছেন ঐশ্বর্য। মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন বাপের বাড়িতে। আরাধ্যাকে নিজের সঙ্গে নিয়ে রাখছেন তিনি। সম্প্রতি ঐশ্বর্যর বাবা প্রয়াত কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন পালন করলেন ঐশ্বর্য। সেখানেও মা এবং আরাধ্যার সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। এ দিকে, অভিষেক বচ্চনও দূরে-দূরে থাকছেন ঐশ্বর্যর থেকে। তা হলে কি বচ্চন পরিবারের সঙ্গে বিবাদ ‘চরম’ পর্যায় বিশ্বসুন্দরীর? জল্পনা সর্বত্র।