বিপর্যয়ের পর কেমন অবস্থা সিকিমের?

বিপর্যয়ের পরে একেবারে যে স্বাভাবিক হয়েছে তা নয়। পর্যটকদের জন্য এখনই খুলছে না লাচেন এবং গুরুদংমার। তাই এই দুটো জায়গা আপনার ট্যুর লিস্ট থেকে বাদ দিন এখনই।কিন্তু ঘুরে আসতে পারেন লাচুং, ইয়ামথাং, নাথুলা ও ছাঙ্গু। এই জায়গার দরজা আপনার জন্য খোলা। সিকিমে নয়া নিয়ম হয়েছে।উত্তর সিকিম যেতে গেলে সংকলন–টং–চুংথাং রাস্তা দিয়ে পৌঁছতে হবে।