বিচ্ছেদে হতে পারে হৃদ রোগ

প্রেমের সমস্যা ও বিচ্ছেদ থেকে হৃদরোগের সমস্যার শুরু বলছেন বিশেষজ্ঞরা। প্রেম ভেঙে যাওয়া কেবল মানসিকভাবেই বিদ্ধস্ত করে না তার শারীরিক প্রভাব ও মারাত্মক। বাড়তি স্ট্রেস মোকাবিলা করতে শরীরে বেশি অক্সিজেন লাগে।