কী হল পরিচালকের? অসুস্থতার খবর নিজেই জানালেন সৃজিত

কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আবারও অসুস্থ হলেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারিদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।” পোস্ট দেখামাত্রই উদ্বেগ ভক্তদের মনে। সূত্রের খবর, জ্বরে আক্রান্ত সৃজিত। সাময়িকভাবে শুটিং স্থগিত রাখার খবর সামনে আসছে।