অক্ষয়ের মা হব না আর

বহু ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শেফালী শাহ। ‘দিল্লি ক্রাইম ২’ সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে মনোনীত হয়েছেন তিনি। বহু ফিল্মের পুরস্কার তাঁর দেওয়াল জুড়ে আলো করে আছে। তবু তাঁর আক্ষেপ পুরস্কার জুটলেও কাজ তেমন জোটে না।