উধাও ১৯ জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য!

তৃনমুলের গোষ্ঠী কোন্দলে ভেস্তে গেলো ব্যারাকপুর ব্লক- ২ এর শিউলি পঞ্চায়েত এর বোড' গঠন। শিউলি পঞ্চায়েতের ৩০ টি আসন। এর মধ্যে ২৯ টি আসনে ভোট গ্রহণ হয়েছে। একটি আসনে প্রাথী' মারা যাওয়ায় ওই কেন্দ্রে ভোট হয়নি।