বাঁদনা পরব জঙ্গলমহলে

প্রাচীন রীতি মেনে আজ সকাল থেকে নয়াগ্ৰামের জরকা গ্রামের মানুষজন মাতলেন বাঁদনা পরব অর্থাৎ গরু খুঁটান উৎসবে। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পরব বাঁদনা পরব। এ দিন গ্রামের মহিলা পুরুষ সবাই শোভাযাত্রা সহকারে গ্রামের একাধিক নির্বাচিত গরুকে খুঁটিতে বেঁধে উৎসবে মাতেন।