বারবার বিতর্কের মাঝে উঠে এসেছেন এই অভিনেত্রী, ফের শিরোনামে হনসিকা

হনসিকা মতওয়ানি, বারে বারে যে অভিনেত্রীর নাম উঠে এসেছে বিতর্কে। হৃত্বিক রোশনের ছবিতে হাতেখড়ি হলেও বলিউডে পসার জমাতে পারেননি তিনি। সিনেপাড়ায় একাধিক গুঞ্জন তাঁকে নিয়ে।