তাহলে TET দিলে পথে বসাই নিয়তি?

২০২২-এ TET-এর ফর্মের দাম ছিল ১৫০ টাকা, তাই ২০২৩-এ হল ৫০০ টাকা। ফর্মের মূল্য উত্তরোত্তর বাড়লেও বাড়ছে নিয়োগের সংখ্যা! এই বিপুল অর্থ জমা পড়ছে পর্ষদের কোষাগারে। তাহলে TET দিলে পথে বসাই নিয়তি?