ভিআইপি গাড়িতে বিশেষ প্রোটকল থাকে। সাইরেন, হুটার আলো নিরাপত্তা বেষ্টনীর চেনা অঙ্গ। এবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এই শব্দের পরিবর্তে অন্যয় কিছু আনার প্রস্তাব দিয়েছেন। মন্ত্রীর ভাবনায় সাইরেনের পরিবর্তে তবলা, শঙ্খ, বাঁশির মতো ভারতীয় যন্ত্রের শব্দ। নীতিন গডকরি ভিআইপি গাড়িতে সাইরেন বন্ধ করতে চান। সাধারণ মানুষকে শব্দ দূষণ থেকে নিষ্কৃতি দিতেই এই পরিকল্পনা।