মাত্র ৬ বছরেই ব্ল্যাক বেল্ট!

যে বয়সে হাত পায়ে চঞ্চলতা থাকে,সেই বয়সে হাত পা সঠিক দিশায় ব্যবহার করে 'ব্ল্যাক বেল্ট' চুঁচুড়ার বর্ণালী চন্দ।প্যাঁচ পয়জার ক্যারাটের পরিভাষায় যাকে কাতা বলা হয়।মাত্র ছয় বছর বয়সে সেই দশটি কাতা শিখে দেশের মধ্যে ক্ষুদে ব্ল্যাক বেল্টের অধিকারী হয়েছে সেন্ট থমাস স্কুলের ক্লাস টুয়ের ছাত্রী বর্ণালী