যোগ্য হয়েও ইপিএফের পেনশন পাচ্ছেন না ১ কোটির বেশি মানুষ, আপনিও আছেন নাকি তার মধ্যে?
ইপিএফের তথ্য খুঁটিয়ে দেখে বোঝা গেল ডিপেডেন্টস পেনশন নিয়েই যত সমস্যা। অর্থাত্ মূল পেনশন প্রাপকের অবর্তমানে যাঁরা পেনশন পাওয়ার যোগ্য, তাঁদের বড় অংশই পেনশন পাচ্ছেন না। আর এমন মানুষের সংখ্যা কিন্তু কম নয়। কমবেশি ১ কোটি ১০ লক্ষ মানুষ।