চশমায় ক্যামেরা, চশমায় লাইভ স্ট্রিম

এ যেন আশ্চর্য চশমা! এই চশমা পরে যেদিকে তাকাবেন সেই ছবি উঠে আসবে। মেটা এবং রে ব্যান বাজারে আনছে এই নতুন স্মার্ট চশমা। ফোটো, ভিডিও, লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে যাবতীয় কাজ করবে এই চশমা। হ্যান্ডস ফ্রি সুবিধা যুক্ত এই স্মার্ট গ্লাস পকেট থেকে মোবাইল বার না করেই রেকর্ড করবে সমস্ত কিছু। স্মার্ট চশমার সঙ্গে সংযুক্ত থাকবে ৫টি মাইক্রোফোনও।