২৫ বেডরুমের বাড়িতে নেইমার ও বান্ধবী

প্য়ারিস সাঁ জাঁ ছেড়ে দিয়ে সৌদি প্রো লিগে খেলা ক্লাব আল হিলালে যোগ দিলেন নেইমার। চুক্তি শেষ হবার আগেই ২.৫ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টারকে কিনেছে মরুদেশের ক্লাব। আল হিলালে নেইমার বিপুল অঙ্কের ট্রান্সফার ফি ছাড়াও যা পাচ্ছেন জানলে চোখ কপালে উঠবে। নেইমার পাচ্ছেন একটি ব্যক্তিগত বিমান।