টিম রোহিত শেষ হাসি হাসতে পারল না। বিশ্বকাপ ফাইনালে এসে চোখের কোলে জল। যে নেটিজ়েনরা গত ১০ ম্যাচে টিমের জয়জয়কার করেছেন, তাঁরা এবার কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছেন নেট-দুনিয়ায়। যেখানে অনুষ্কা-বিরাটের চুমু ছিল আবেগের খবর, সেখানেই এবার অনুষ্কা-বিরাটকে নিয়ে ঠাট্টা হল ভাইরাল। একবার অনুষ্কা মজা করে বলেছিলেন, উইকেট নিলে বোলারের থেকে বেশি খুশি হন বিরাট। তাতেই এবার হাসির রোল।