"কাদম্বিনী মরিয়াই প্রমান করিলো সে মরে নাই" করনদিঘির আব্দুলের কাহিনী যেনো রবিঠাকুরের বিখ্যাত ছোটো গল্প জীবিত ও মৃত' র সেই লাইনগুলোকেই মনে করাচ্ছে বার বার। নিজের মৃত্যুর সার্টিফিকেট হাতে নিয়ে প্রশাসনের দরজায় দরজায় দরজায় নিজেকে জীবিত প্রমানের জন্য ঘুরে বেড়াচ্ছেন এক বৃদ্ধ। ঘটনা করনদিঘি ব্লকের।