একদিনে দ্বিগুণ হল এই সার সংস্থার শেয়ারের দাম!

গতকাল ত্রৈমাসিক ফলাফল প্রকাশের দেখা গিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে সংস্থার রেভেনিউ বেড়েছে প্রায় ২০ শতাংশ। আর তারপরই আজ প্রায় ১৩ শতাংশ বেড়েছে ভারতী হেক্সাকমের শেয়ারের দাম।