প্রধানমন্ত্রীর প্রিয় খাবার

জানেন কী খেতে সবচেয়ে পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কোনও মিষ্টি বা টক ঝাল পদ নয়। নয় কোনও গুজরাতি খাবারও। একেবারে খাঁটি বাঙালি রান্না, খিচুড়ি মোদীর প্রিয় খাবার। নরেন্দ্র মোদী বাড়ি গেলেই মায়ের রান্না করা নিরামিষ খিচুড়ি খেতেন। বিদেশে সফরেও হাবিজাবি না খেয়ে খিচুড়িই পছন্দ প্রধানমন্ত্রীর।