শতবর্ষের পথে খিদিরপুর সর্বজনীন। বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গা পুজো,এখনও ঢের দেরি। অনেকে পুজো শুরু করেছেন পয়লা বৈশাখে। কিন্তু তাঁরা পুজো শুরু করলেন ইদের দিনে। নাসির আলি অভিজিৎ দাশেরা, একসঙ্গে এবছরের পুজোর প্রতিমার বায়না দিলেন। লোক দেখানো নয়। খিদিরপুর সর্বজনীনে, পুজোর সময়ও একসঙ্গেই তাঁরা পুজোর আয়োজন করেন। তবেই না তাঁরা সর্বজনীন।