ফেক ভিডিয়ো হল ভাইরাল, এবার নজরে সারা

এবার ডিপফেক ভিডিয়ো তৈরি হলো সচিন-কন্যা সাড়া তেন্ডুলকরের। বিষয়টি নিয়ে খুবই চিন্তায় আছেন সারা। X অর্থাৎ সাবেক টুইটারে তাঁর একাধিক ভুয়ো অ্যাকাউন্ট থেকে তৈরি হয়েছে। এবং সেখানে পোস্ট করা হয়েছে সারার একাধিক ডিপফেক ভিডিয়ো। বিষয়টি নজরে আসার পর হাত-পা গুটিয়ে বসে থাকেননি সারা। নালিশ জানিয়েছেন X-এ, যাতে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় তাঁর।