অঙ্কুশের পোস্ট দেখে যখন চিন্তার ভাঁজ ভক্তদের কপালে...

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎই এবার পোস্ট নিয়ে হাজির অভিনেতা অঙ্কুশ হাজরা। যেখানে লেখা, ‘আমার আহত হওয়ায় যাঁরা খুশি, তাঁরা জানেনা জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেকটা গরম কফি পান করার মতো। একটা হালকা ফুঁ-ই যথেষ্ট সেটাকে ঠাণ্ডা করে গিলে নেওয়ার জন্যে।’ পোস্ট দেখে যখন চিন্তার ভাঁজ ভক্তদের কপালে, ঠিক তখনই তিনি দিলেন চমক। লিখেছেন, এটা তাঁর না ‘মির্জা’র কথা, সেটা তিনি বলবেন না।