বিতর্কে টিআরপি বাড়ে, কী বলেন শানু?

রিয়েলিটি শো'তে যত বিতর্ক যত বচসা ততই নাকি টিআরপি বাড়ে। কুমার শানুকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। শানু বলছেন টিআরপি তো পরে, জরুরি হল প্রতিযোগীর দক্ষতা। রিয়েলিটি শোয়ের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভারা তারকাদের সংস্পর্শে এসে পরিচিত হন দর্শক মহলে।