এই সবজিতেই ভাল থাকবে হার্ট!

ক্যাপশিকামে আছে অনেক গুণ। শরীর সুস্থ রাখতে খেতে পারেন ক্যাপশিকাম। অনেকেই হার্টের অসুখে আক্রান্ত হন। হার্টকে ভাল রাখতে খেতে পারেন ক্যাপশিকাম। ক্যাপশিকামে আছে লাইকোপেন নামক একটি ফাইটোনিউট্রিয়েন্ট উপাদান।