জগদ্ধাত্রী বন্দনায় প্রস্তুত চন্দননগর

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সুহৃদ ইন্দ্র নারায়ণ চৌধুরীর হাত ধরে যে পুজোর সূচনা হয়েছিল আজ থেকে প্রায় ২৭০ বছর আগে। চাউল পট্টি থেকে সেই পুজো কালে কালে সাবেক ফরাসিডাঙার সব পাড়া মহল্লায় ছড়িয়ে পরে।