প্রায় দুই দশক পর আবার দক্ষিণ কাশ্মীরকে টার্গেট করেছে জঙ্গিরা। গত কয়েক দিনের পরপর কার্যকলাপের দিকে চোখে রাখলেই বিষয়টা পরিস্কার হয়ে যাবে। রিয়াসি, কাঠুয়া, ডোডা, রাজৌরি বিভিন্ন জায়গায় যে টার্গেট করেছে জঙ্গিরা, তার সবকটা ক্ষেত্রই দক্ষিণ কাশ্মীর। আর কাশ্মীরের এই অংশটা এলওসি বা নিয়ন্ত্রণ রেখা বরাবর নয় বরং আন্তর্জাতিক সীমানা ঘেঁসা।