ভারতীয় সেনারা কিনছে মহিন্দ্রা স্করপিও ক্লাসিক। এই গাড়িতে পাবেন দুর্দান্ত পারফরম্যান্স। জানা গিয়েছে, প্রায় ১,৮৫০টি গাড়ি কিনেবে ভারতীয় সেনা। এছাড়াও বেশ কিছু স্করপিও ক্লাসিক কেনার জন্য ভারতীয় সেনারা আগ্রহী।