কীভাবে বাঁচবেন―জানালেন ভাইরোলজিস্ট

ফের চোখ রাঙাচ্ছে কোভিড। দীর্ঘ সময় উদ্বেগে কেটেছে দেশবাসীর।JN.1 স্ট্রেন বাড়িয়েছে চিন্তা। কোভিডের এই নতুন সাব-স্ট্রেন কীভাবে ফাঁকি দিচ্ছে রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে? কীভাবে বাঁচবেন করোনার নয়া রূপ থেকে―TV9 বাংলায় হাজির ভাইরোলজিস্ট, জানালেন সহজ উপায়।