কেবিসি থেকে মদের ঠেকে

২০১১ এ সুশীল কুমার কেবিসির হট সিটে বসে ৫ কোটি টাকা জেতেন। অল্প সময়ে সুশীল সেলিব্রিটি হয়ে পড়েন। এতে তাঁর মাথা ঘুরে যায়। ৫ কোটি টাকা পেয়ে প্রথমেই তিনি চাকরি ছেড়ে দেন। কম্পিউটার অপারেটর সুশীল ব্যবসা শুরু করেন। কেবিসিতে জেতার পর, দু হাতে টাকা ওড়াতে থাকেন তিনি।