আইএস জঙ্গি সাদ্দাম ও সৈয়দ আহমেদকে জেরা করে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য

প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, গত কয়েকমাস ধরেই অর্থ তহবিল তৈরি করেছিলেন। পাশাপাশি একাধিক যুবককে মগজধোলাই করে নিজেদের দলে টানছিলেন এই দুই যুবক। বিদেশে IS-এর প্রশিক্ষণ শিবিরে এই নতুন যুবকদের পাঠানোর জন্য সৌদি আরব, সিরিয়া সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকে 'ফান্ড কালেকশন'-এ নেমেছিল সৈয়দ ও সাদ্দাম।