প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, গত কয়েকমাস ধরেই অর্থ তহবিল তৈরি করেছিলেন। পাশাপাশি একাধিক যুবককে মগজধোলাই করে নিজেদের দলে টানছিলেন এই দুই যুবক। বিদেশে IS-এর প্রশিক্ষণ শিবিরে এই নতুন যুবকদের পাঠানোর জন্য সৌদি আরব, সিরিয়া সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকে 'ফান্ড কালেকশন'-এ নেমেছিল সৈয়দ ও সাদ্দাম।