কেন বর্ডার ২ ফেরালেন কার্তিক?

'বর্ডার ২' এর পরিকল্পনা শুরু হয়েছে ২০১৫ থেকে। গুঞ্জন, স্ক্রিপ্ট পড়ে ভাল লাগেনি বলেই আরিয়ান ফিরিয়ে দিয়েছেন 'বর্ডার ২' এর অফার। কার্তিক আরিয়ান নাকি মাল্টি স্টার কাস্ট ছবিতে অভিনয় করতে চাননি।