হাইকোর্টে ২ বিচারপতির সংঘাতে এবার হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের

কলকাতা হাইকোর্টে বিচারপতিদের মধ্যে নজিরবিহীন সংঘাতের ঘটনায় এবার হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাতের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে।