...সাফ জানান বিচারপতি গাঙ্গুলি

'রাজ্যে এবার অন্তত ৩-৪টি সিবিআইয়ের থানার প্রয়োজন', দুর্নীতি মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'ইন্সপেক্টর-কনস্টেবল সবাইকে নিয়ে থানা দরকার। মানুষের হয়রানি বাড়ছে, অভিযোগ গ্রহণ করা হচ্ছে না', সাফ জানান বিচারপতি গাঙ্গুলি।